চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এক মাসের শিশুকে ‘ফেলে গেলেন মা’

১৯ অক্টোবর, ২০১৯ | ৩:০০ পূর্বাহ্ণ

পঞ্চগড় শহরে প্রায় এক মাস বয়সী একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ; যাকে তার মা ফেলে গেছেন বলে এলাকাবাসীর ধারণা।

সদর থানার ওসি আবু আক্কাস আহমেদ জানান, শহরের কামাতপাড়া মহল্লার অশোকচন্দ্র মোদকের বাড়ির সামনে থেকে বৃহস্পতিবার রাতে শিশুটিকে তারা উদ্ধার করেন। তাকে পঞ্চগড় সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎক মঈন খন্দকার বলেন, “শিশুটির শারীরিক কোনো সমস্যা নেই। সে সুস্থ আছে। তবে তার জন্য সবচেয়ে জরুরি হল মায়ের দুধ।”

শিশুটিকে যেখানে পাওয়া গেছে, সেই কামাতপাড়া মহল্লার পেয়ারা মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় দুই বছর ধরে এক নারী তার স্বামীকে নিয়ে এ এলাকায় ভাড়া থাকতেন।
“বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই নারী তার এক মাস বয়সী মেয়েকে আমাদের কাছে দিতে চেয়েছিলেন। আমরা না নেওয়ায় তিনি ফিরে যান। পরে শুনি পাশের বাড়ির সামনে একই বয়সের একটি শিশু পাওয়া গেছে। আমার মনে হয়েছে এই শিশুটি ওই নারীর।”

ঘটনার পর থেকে ওই নারীর পরিবারের কাউকে তার বাসায় বা এলাকায় পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।
জেলা প্রশাসক বলেন, “কোনো কারণে কোনো শিশুকে এভাবে রেখে যাওয়া খুবই দুঃজনক। আমরা শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা করছি।”

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট