চট্টগ্রাম শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সর্বশেষ:

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৩ বিভাগে ভারি বৃষ্টির আভাস
ফাইল ছবি

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৩ বিভাগে ভারি বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

৭ জুলাই, ২০২৫ | ১১:২৯ পূর্বাহ্ণ

পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় লঘুচাপ তৈরি হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বৃষ্টি হচ্ছে; এর (লঘুচাপ) প্রভাবে আরও বাড়বে। তবে ভারি বৃষ্টিটা ২৪ ঘণ্টা পর কমে যাবে।

 

তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

 

অতি ভারি বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয় ওই বার্তায়।

 

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।

 

এদিকে বৃহস্পতিবার থেকে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট