চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফাইল ছবি

কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

২৩ জুন, ২০২৫ | ১১:২৬ পূর্বাহ্ণ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে সাংবাদিকদের এই কথা জানান।

পাশাপাশি সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার উপর যে মব হয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার হয়নি, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর ভুল। উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছে সাবেক সিইসি কেএম নুরুল হুদা। গ্রেপ্তারের আগে পুলিশের সামনে তার সঙ্গে যে মব জাস্টিস হয়েছে, সে ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয় যে সমস্ত এলাকায় সেসব এলাকায় পুলিশের সংখ্যা না বাড়িয়ে নজরদারি বাড়ানো হবে।

এর আগে গতকাল রবিবার বিকেলে উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায় নিজ বাসা থেকে কে এম নুরুল হুদাকে আটক করে পরে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে গতকাল রাতে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকেও গ্রেপ্তার করতে রাজধানীর বারিধারা এলাকাসহ কয়েকটি এলাকায় অভিযান চালায় পুলিশ। তবে তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট