তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নতুন সভাপতি হলেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু) এবং প্রথম সহ-সভাপতি হলেন চট্টগ্রামের কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।
শনিবার (১৪ জুন) বিজিএমইএ’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইনামুল হক খান। বাকি পাঁচ জন সহ-সভাপতি হলেন মো. রিজোয়ান সেলিম (ঢাকা), মিজানুর রহমান (ঢাকা), ভিদিয়া অমৃত খান (ঢাকা), মো. শিহাব উদ্দোজা চৌধুরী (ঢাকা) এবং মুহাম্মদ রফিক চৌধুরী (চট্টগ্রাম)।
প্রসঙ্গত, গত ৩১ মে বিজিএমইএ’র ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাহমুদ হাসান খানের নেতৃত্বাধীন ফোরাম প্যানেল থেকে মোট ৩৫টি পরিচালক পদের ঢাকায় ২৬ জনের মধ্যে ২৫ জন এবং চট্টগ্রামের ৯ জনের মধ্যে ছয়জন প্রার্থী জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সম্মিলিত পরিষদ থেকে জিতেছেন মাত্র চারজন। এর মধ্যে ঢাকা থেকে একজন এবং চট্টগ্রাম থেকে তিনজন। বিজয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ফোরাম জোটের দলনেতা মাহমুদ হাসান খান। আর চট্টগ্রামে বেশি ভোট পেয়েছেন ফোরাম প্রার্থী সেলিম রহমান।
পূর্বকোণ/এএইচ