চট্টগ্রাম সোমবার, ২৩ জুন, ২০২৫

সর্বশেষ:

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি

২৭ মে, ২০২৫ | ৩:০১ অপরাহ্ণ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে মো. বশির হোসেন (৭৪) নামের আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মো. বশির হোসেন চাঁদপুর জেলার কচুয়ার বাসিন্দা।

 

এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে ১১ বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে মক্কায় ৫ জন ও মদিনায় ৬ জন মারা যান।

 

মঙ্গলবার (২৭ মে) মক্কা বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে।

 

মঙ্গলবার সকাল পর্যন্ত ৬৫ হাজার ৯৪৩ হাজি সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ৩৬০ জন। চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট