আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে চট্টগ্রামসহ সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের অধীনে অংশ নেবে ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন শিক্ষার্থী। গত বছর অংশ নিয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন। সে হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ৪ হাজার ৬৬৩ জন। এবছর মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা ৭৯ হাজার ১৬২ জন এবং ছাত্র সংখ্যা ৬১ হাজার ৭৬৫ জন। এবারের পরীক্ষায় ছাত্রের তুলনায় ১৭ হাজার ৩৯৭ জন ছাত্রী বেশি রয়েছে।
শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে, পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নপত্র ফাঁস রোধ ও সব ধরনের অনিয়ম রোধে সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে। ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। পরীক্ষার সময় সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ১ হাজার ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। এবার নিয়মিত শিক্ষার্থী রয়েছে ১ লাখ ১৮ হাজার ৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৭৩৪ জন এবং মানোন্নয়ন ১১৩ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ হাজার ৫৫৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫৭ হাজার ৪৬৬ জন এবং মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯০৩ জন পরীক্ষায় অংশ নেবে।
জানতে চাইলে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, মোট অর্ধশত ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এরমধ্যে ৪০টি সাধারণ ভিজিল্যান্স টিম এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে এসব টিম কাজ করবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ করতে হবে। শুধুমাত্র কেন্দ্র সচিব ছাড়া আর কেউ মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, শিক্ষাবোর্ডের যেসব কর্মকর্তা ভিজিল্যান্স টিমের দায়িত্ব পালন করবেন তাদের নিয়ে গতকাল বৈঠক হয়েছে। আশা করছি, সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হবে।
পূর্বকোণ/ইব