চট্টগ্রামে দুই ধরনের ক্যান্সারে সমস্যায় বেশি ভুগছেন নারী ও পুরুষ রোগীরা। নারীদের মধ্যে স্তন ক্যান্সার আর পুরুষদের মধ্যে মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্তের হারই বেশি পাওয়া যাচ্ছে। বৃহত্তর চট্টগ্রামের একমাত্র ক্যান্সারের চিকিৎসা কেন্দ্র চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভর্তি হওয়া রোগীর তথ্য পর্যালোচনায় এ চিত্র পাওয়া গেছে। এ ছাড়াও নারীদের জরায়ুমুখ ক্যান্সার, অন্ত্র ও মলদ্বার ক্যান্সার, খাদ্যনালী ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার ও ফুসফুস ক্যান্সারের আধিক্য এ অঞ্চলে বেশি।
চিকিৎসকরা বলছেন, খাদ্যাভ্যাস, দেদারসে তামাকজাত দ্রব্য গ্রহণ, ধূমপান, জর্দার ব্যবহারও বেশি হয়ে থাকে। তাছাড়া নারীদের মধ্যে আলোচ্য বিষয়গুলো ছাড়াও হাইজোনিকের কারণ ছাড়াও অসচেতনতার কারণেই এসবের ক্যান্সারে ঝুঁকি বাড়াচ্ছে। তাই ক্যান্সার নির্মূলে সকলকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
তথ্য অনুসারে, চমেক হাসপাতালের ক্যান্সার বিভাগের বহির্বিভাগে গত বছর (২০২৪) ২৫ হাজার ২৫২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে নতুন রোগীর সংখ্যা ৫ হাজার ৬৫৮ জন। তাদের ৩ হাজার ১৩৮ জন পুরুষ। বাকিরা নারী। এছাড়া, অন্তবিভাগে ভর্তি হন ৩ হাজার ১০৮ জন রোগী। তাদের মধ্যে ১ হাজার ২৮৮ জন পুরুষ আর বাকি ১ হাজার ৮২০ জন হচ্ছেন নারী। পুরুষের মধ্যে ২০ শতাংশই মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত। এরপরই রয়েছে ফুসফুস ক্যানসারের আধিক্য ১৫ শতাংশ। অন্যদিকে, নারীদের মধ্যে স্তন ক্যান্সারের হার ২৪ শতাংশ। আর ১৭ ভাগ হচ্ছেন জরায়ু ক্যান্সারে আক্রান্ত।
চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলী আজগর চৌধুরী বলেন, বর্তমানে পুরুষরা মুখগহ্বরের এবং মহিলারা স্তন ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই। কারণ ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র হল সচেতনতা এবং সমন্বিত প্রচেষ্টা। সবার সম্মিলিত প্রয়াসেই ক্যান্সারের ভয়াবহতা রুখতে হবে।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে আশঙ্কাজনক হারে অপেক্ষাকৃত কমবয়সী। বিশেষ করে ৫০ বছরের কম বয়সী নারীরা স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছে। তাদের মধ্যেও কমবয়সী পাওয়া যাচ্ছে।
বিশ্ব ক্যান্সার দিবস আজ: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। প্রতিবছরের ৪ ফেব্রুয়ারি নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘বৈচিত্র্যে ঐক্যবদ্ধ’। দিবসটি উপলক্ষে আজ সকালে চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে আলোচনা সভা ও বর্ণিল র্যালির আয়োজন করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অনকোলজি বিভাগের উদ্যেগে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর বাইরেও সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
পূর্বকোণ/ইব