অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজার নিয়ন্ত্রণে পণ্য মজুত, চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগে যারা চাঁদাবাজি করতো তারা পালিয়েছে, নতুন অনেকে এসেছে। তাদের বিষয়টা জানা আছে।
রবিবার (১৮ আগস্ট) বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্টাফদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘১ কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়ার কার্যক্রম এখন স্থগিত, দ্রুত এ কার্যক্রম শুরু হবে। ডিলার হিসেবে দলীয় কেউ যদি থাকে পরে তাদের বিষয়টা দেখবো। বাজারে স্থিতিশীলতা আনাই এখন অন্যতম লক্ষ্য।’
তিনি বলেন, ‘কাওরান বাজারেই একটা পণ্য চার হাত ঘোরে। এর ফলে পণ্যের দাম চার বার বাড়ে।’
পূর্বকোণ/পারভেজ