চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গাদের জন্য ২৫ হাজার ভুয়া পাসপোর্ট

অনলাইন ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:০০ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগে ২৫ হাজার ভুয়া সনদসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের জালকুড়ি পাসপোর্ট অফিসের পাশে তিনটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন; সাইফুল করিম, আজিম, ফজলুল করিম, মাইনুদ্দিন, জাহাঙ্গীর, মামুন।

র‌্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটকরা বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে জন্মনিবন্ধন সার্টিফিকেট করে সরবরাহ করতেন।

তিনি আরো জানান, এদের হার্ডডিস্ক চেক করে ২৫ হাজার ভুয়া সনদ উদ্ধার করা হয়েছে। অনেক হার্ড কপিও ছিল। এরা আবার রোহিঙ্গাদেরও এসব জাল সনদ দিয়ে পাসপোর্ট তৈরিতে সহায়তা করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট