চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

কে হবেন বিরোধীদলীয় নেতা?

অনলাইন ডেস্ক

৪ সেপ্টেম্বর, ২০১৯ | ৩:৩৭ অপরাহ্ণ

আবার সৃষ্টি হয়েছে জাতীয় পার্টিতে বিরোধ‍।  মঙ্গলবার ৩ সেপ্টেম্বর  বিকেলে সংসদে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে নিয়োগ দিতে জাতীয় পার্টি থেকে স্পিকারকে একটি চিঠি পাঠানো হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে কয়েকজন সংসদ সদস্য জিএম কাদেরের স্বাক্ষরিত চিঠি স্পিকারের দপ্তরে গিয়ে পৌঁছে দেন। এ চিঠি পৌঁছানোর পর জাতীয় পার্টির অভ্যন্তরে বিরোধ সৃষ্টি হয়েছে।

এ চিঠি দেয়ার পর এদিকে সংসদে বিরোধীদলীয় নেতা হওয়ার জন্য জিএম কাদেরের এ ধরনের চিঠি দেয়ার এখতিয়ার নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির দুই প্রেসিডিয়াম সদস্য। তারা আরো জানান, বিরোধীদলীয় নেতা হবেন রওশন এরশাদ।  এ বিষেয়ে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রওশন এরশাদের সংবাদ সম্মেলন।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট