চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

সর্বশেষ:

সভা-সমাবেশ করতে আর পুলিশের অনুমতি নেব না: নুর

অনলাইন ডেস্ক

১১ আগস্ট, ২০২৩ | ৮:০৮ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদ সভা-সমাবেশ করার জন্য এখন থেকে আর পুলিশের অনুমতি নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির একাংশের সভাপতি নুরুল হক নুর।

 

শুক্রবার (১১ আগস্ট) বিকালে ঢাকার পল্টনে কালভার্ট রোড জামান টাওয়ারের সামনের রাস্তায় এক বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নুরুল হক নুরের ওপর হামলা ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তারের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

 

নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদ এতদিন সমাবেশ করার আগে পুলিশের সহযোগিতায চেয়ে আবেদন করত, কিন্তু গতকাল (বৃহস্পতিবার) পুলিশ বলেছে, সহযোগিতা নয়, অনুমতি লিখতে হবে এবং পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করতে হবে।

 

আমি অন্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই। গণঅধিকার পরিষদ সমাবেশ করতে পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেবে না। আপনারাও অনুমতি নেবেন না।

 

সভা সমাবেশ করা যে জনগণের অধিকার, সে কথা তুলে ধরে নুর বলেন, সরকার ভয় দেখিয়ে নির্বাচন করে ক্ষমতায় গেলেও এদেশের ওপর নিষেধাজ্ঞা জারি হবে। তখন দেশে কম্বোডিয়া ও উত্তর কোরিয়ার মত অবস্থা তৈরি হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট