চট্টগ্রাম মঙ্গলবার, ২১ মে, ২০২৪

সর্বশেষ:

বন্ধ বাড়ির গ্রিল কেটে চুরি করত তারা, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

১০ মে, ২০২৪ | ৭:০০ অপরাহ্ণ

হালিশহর থানাধীন জে ব্লকের একটি ভবনে গ্রিল কেটে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরির সরঞ্জাম এবং চুরি হওয়া নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) সব্যসাচী মজুমদার বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তাররা হলেন-মো. জুয়েল (২৮),মো. রুবেল (৩২) ও মো. রাসেল (৩২)।

 

সহকারী কমিশনার (এসি) সব্যসাচী মজুমদার জানান, হালিশহর থানাধীন জে ব্লকের একটি ভবনে গ্রিল কেটে চুরির ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঘটনার সাথে জড়িত মো. জুয়েল নামের একজনকে আটক করা হয় । পরে তার দেয়া তথ্যমতে ভুজপুর থানা এলাকা থেকে মো. রুবেলকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন এলাকা থেকে মো. রাসেলকে আটক করা হয়। আসামিদের হেফাজত থেকে চুরির কাজে ব্যবহৃত ১টি সেলাই রেঞ্চ, ১টি প্লাইয়ার্স, ১টি স্ক্রু ড্রাইভার জব্দ করা হয়। একই সাথে আসামিদের হেফাজত হতে চুরি করা নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট