বাংলাদেশে নির্বাচন কারও প্রেসক্রিপশন অনুযায়ী হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (২ জুন) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান অনুসরণ করে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচনকালীন সরকার রেখে এ দেশে নির্বাচন হবে।
নির্বাচন নিয়ে বিদেশিদের কথা বলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিয়ে উন্নয়ন সহযোগীরা কথা বলছেন। আমরাও শুনছি, আমাদের সঙ্গেও কথা বলেছে। কেউ ভালো পরামর্শ দিলে সেটাও শুনব। তবে আমরা কারও নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব, এমনটি মনে করার কোন কারণ নেই।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে, রাজপথে সতর্ক অবস্থানে থাকবে।
পূর্বকোণ/পিআর