চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফার্মগেটে কনস্টেবল খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

২ জুলাই, ২০২৩ | ১২:৫০ অপরাহ্ণ

রাজধানীর ফার্মগেট এলাকায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (১ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

রবিবার (২ জুলাই) সকালে তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. গোলাম সবুর এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের একজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযান এখনও চলমান রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

 

গ্রেপ্তাররা ছিনতাইকারী কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এমনটিই মনে হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট