চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ভারত থেকে কাঁচা মরিচ আসবে কাল

নিজস্ব প্রতিবেদক

২ জুলাই, ২০২৩ | ১২:২৫ অপরাহ্ণ

ছয় দিনের বন্ধ শেষে সোমবার (৩ জুলাই) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আসবে।

 

ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরুর দিন পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ আমদানি হতে পারে।

 

শনিবার (১ জুলাই) হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাড়তি দামের বাজারে সব সবজির দোকানে কাঁচা মরিচ নেই বললেই চলে। গুটি কয়েক দোকানে থাকলেও দাম আকাশচুম্বী। বাড়তি দামের কারণে সব দোকানি পণ্যটি রাখছেন না বলে জানিয়েছেন। বাজারে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

 

বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ বাজারে এর দাম অস্থিতিশীল হতে শুরু করেছে। এ অবস্থায় আমদানিকারকদের আবেদনে হিলি স্থলবন্দরের কয়েকজনকে কয়েক হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার। আগামীকাল বন্দর খুললে কাঁচা মরিচ আসবে।

 

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের রোগতত্ত্ববিদ শামীম আহমেদ বলেন, গত ২৫ জুন ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সংশ্লিষ্ট দপ্তর। ২৬ জুন পর্যন্ত হিলি স্থলবন্দরের সাত আমদানিকারক তিন হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পান। সে মোতাবেক ২৬ জুন থেকেই আবারও বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট