হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে রবিবার (২ জুলাই) থেকে। হাজিরা প্রস্তুতি নিচ্ছেন দেশে ফেরার।
তবে যারা হজ পালনে শেষের দিকে সৌদি আরব পৌঁছেছেন তারা পবিত্র মক্কা নগরী থেকে জিয়ারতের জন্য মদিনায় মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রবিবার রাতে সৌদি আরবের মদিনা মনোয়ারা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। সোমবার (৩ জুলাই) ভোরে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সরকারি ব্যবস্থাপনায় যেসব হাজিরা হজ করতে গিয়েছিলেন তাদের মধ্য থেকে ৪১৯ জন হাজিকে নিয়ে প্রথম ফ্লাইট রবিবার রাতে রওয়ানা করবে। সোমবার ভোর ৬টা ৫মিনিটে হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী দুই আগস্ট।
বিমান জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে গেছেন। তাদের বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয়েছে ৩২৫টি। এর মাঝে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।
এদিকে হাজিদের ফিরতি ফ্লাইটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মক্কার বাংলাদেশ হজ অফিসে সমন্বয় সভা করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) ও প্রশাসনিক দলের নেতা মো. মতিউল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় হজ পরবর্তী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হাজিদের নির্বিঘ্নে দেশে ফেরার জন্য বিভিন্ন করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় হজ প্রশাসনিক (প্রথম ও দ্বিতীয়) দলের সদস্য, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, চিকিৎসক ও আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পিআর