সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরুবোঝাই পিকআপ ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। মারা গেছে পিকআপে থাকা তিনটি গরুও।
নিহতরা হলেন, গাইবান্ধা সদর থানার ফুলবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (৩২), সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৬), নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্যারাবাড়িয়া গ্রামের সোহরাব আলীর ছেলে রানা (৩০) ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে আয়ান (৪)। এসময় নিহত শিশু আয়ানের বাবা শরিফুল ইসলাম ও মা শাপলা খাতুন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম বদরুল কবির।
ওসি কবির জানান, নাটোরের বনপাড়াগামী গরু বোঝাই একটি পিকআপ ও রাজশাহী থেকে হাটিকুমরুলগামী আম বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চারজন মারা যায় ও আরও দুইজন আহত হন। হতাহতরা গরু বোঝাই পিকআপে যাত্রী হিসেবে বাড়ি ফিরছিলেন।
আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মৃতদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধারের পর থানায় রাখা হয়েছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি বদরুল কবির।
পূর্বকোণ/পিআর