ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও কসবা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টায় বিজয়নগরের বুধন্তি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এবং ৯টায় কসবার সৈয়দাবাদ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- জুলেখা বেগম (৪০)। তার বাড়ি কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায়।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে হবিগঞ্জের মাধবপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথে বুধন্তি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
অপরদিকে সকাল ৯টায় সৈয়দাবাদ বাসস্ট্যান্ডে কুমিল্লা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন জুলেখা বেগম। এ সময় দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অজ্ঞাত দুইজনের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানান ওসি।
পূর্বকোণ/পিআর