চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরীক্ষায় ফল বিপর্যয়, সমাধানের দাবিতে অনশনে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

৫ ডিসেম্বর, ২০২২ | ৪:৩২ অপরাহ্ণ

সেমিস্টার পরীক্ষায় ফল বিপর্যয়ের সমাধান না পেয়ে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে রাবি’র প্রশাসনিক ভবনের সামনে তারা অনশনে বসেন।

শিক্ষার্থীরা জানান, গত ২৫ আগস্ট প্রথম বর্ষের ফলাফল প্রকাশিত হলে আমরা সেখানে বিভিন্ন অসঙ্গতি দেখতে পাই। মোট ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে কেবল চারজন ফার্স্টক্লাস পেয়েছেন। এছাড়া, কয়েকজন শিক্ষার্থী সিজিপিএ দুইয়ের উপরে পেয়েছেন এবং একটি কোর্সে ১৪ জন অনুত্তীর্ণ ও আটজনের ইয়ারড্রপ হয়েছে। এরকম অসঙ্গতি দেখে শিক্ষকদের জানানো হলেও তারা কোন সমাধান দেননি। নতুন করে ৩০ নভেম্বর ফল পুনঃপ্রকাশের ঘোষণা দিলেও সেটাতেও তারা ব্যর্থ হয়েছেন। সেজন্য বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।

 

এ বিষয়ে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছে শুনেই বিভাগের শিক্ষকদের ডেকেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীদের কাছে যাব এবং তাদের দাবিগুলো শুনে সমাধানের চেষ্টা করব।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট