চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সধবা হয়েও বিধবা ভাতা পান কাউন্সিলর শরিফুন্নেছা!

অনলাইন ডেস্ক

২৪ জুলাই, ২০১৯ | ৫:২৫ অপরাহ্ণ

নাটোরের বনপাড়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুন্নেছার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তার স্বামী বেঁচে থাকলেও পাঁচ বছর ধরে বিধবা ভাতা তুলছেন তিনি।

অথচ পরের বাড়িতে কাজ করে কোনো রকমে জীবন চালালেও নাটোরের বনপাড়া পৌর এলাকার বিধবা জয়গুন বেগমের কপালে মেলেনি বিধবা ভাতা। এদিকে অসহায় বিধবাদের বঞ্চিত করে কাউন্সিলরের এমন কর্মকাণ্ডে সমালোচনার ঝড় বইছে পুরো জেলায়।

অন্যদিকে, ভাতা তোলার কথা স্বীকার করে আত্মপক্ষ সমর্থন করেন অভিযুক্ত কাউন্সিলর। তবে বিধবা ভাতা দেয়ার এমন অনিয়মে অভিযোগের তীর যার বিরুদ্ধে, সেই সমাজসেবা কর্মকর্তা নিজেকে নির্দোষ দাবি করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

সারাদেশে প্রকৃত বিধবারাই যেন ভাতার সুবিধা পান সেই প্রত্যাশা সবার। এজন্য প্রয়োজন কঠোরভাবে পুরো কার্যক্রমটি দেখভাল করা।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট