চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রামপুরা ব্রিজে ১১ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের অবস্থান

অনলাইন ডেস্ক

৪ ফেব্রুয়ারি, ২০২২ | ৪:০২ অপরাহ্ণ

‘বিনা শর্তে সারাদেশে বাসে শিক্ষার্থীদের হাফ পাশ দিতে হবে’ ও ‘নিরাপদ সড়ক চাই’সহ মোট ১১ দফা দাবি নিয়ে রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ১৫-২০ জন শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে এভাবেই ১১ দফা দাবির কথা তুলে ধরলেন। তাদের হাতে ছিল রঙের কৌটা। ব্রাশ আর রঙ দিয়ে সড়কে তারা লিখছেন ‘নিরাপদ সড়ক চাই।’ অন্যরা তখন হাতে প্ল্যাকার্ড নিয়ে সড়কেই বসে আছেন।

তারা বলেন, আমরা নিরাপদ সড়কের দাবিতে আজ এখানে শান্তিপূর্ণ আন্দোলন করছি। ১১ দফা যৌক্তিক দাবিতে আমাদের আজকের এই আন্দোলন। স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে বাসে আমাদের আর হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। স্কুল-কলেজ বন্ধ হলেও তো শিক্ষার্থীদের বাইরে বের হতে হয়, কোচিং,পড়তে যাওয়াসহ বিভিন্ন জায়গায় যেতে হয়। তাহলে কেন আমরা হাফ ভাড়া দিতে পারবো না? আমরা রাস্তা অবরোধ করবো না, বিশৃঙ্খলা করবো না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবির কথা জানাতে চাই।

এ সময় শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা, ‘বিনা শর্তে সারাদেশে বাসে শিক্ষার্থীদের হাফ পাশ দিতে হবে,’ ‘নিরাপদ সড়ক চাই, সড়কের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, লড়াই করুন, সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করুন,’ ‘সড়কে শৃঙ্খলা ফেরান।’

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট