চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

ভাসানচরে যুক্ত হলো জাতিসংঘ, চুক্তি সই

অনলাইন ডেস্ক

৯ অক্টোবর, ২০২১ | ৩:৪০ অপরাহ্ণ

জাতিসংঘের প্রতিষ্ঠানগুলোর ভাসানচরে সম্পৃক্তকরণ বিষয়ে আজ (৯ অক্টোবর) শনিবার বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এবং জাতিসংঘের পক্ষে ইউএনএইচসিআর’র বাংলাদেশস্থ প্রতিনিধি জোহানস ভ্যান ডার ক্ল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান ও মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট