চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রন হক সিকদারকে সকালে গ্রেপ্তার বিকেলে জামিন

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২১ | ৭:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশে প্রবেশের সময় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদারকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই রন হককে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেল সোয়া ৩টার দিকে মানবিক বিবেচনায় তাকে জামিন দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দীন খান হিরণ জানান, পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ১০ মার্চ পর্যন্ত রন হক সিকদারের জামিন মঞ্জুর করেছেন আদালত। গত বুধবার (১০ ফেব্রুয়ারি) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রন হক সিকদারের বাবা সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার। জামিনে মুক্ত রন হক এখন তার বাবার জানাজায় অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে মামলা করে। মামলার পর নিজেদের চার্টার্ড বিমানে করে তারা থাইল্যান্ডে পাড়ি জমান।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট