চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তারেকের গ্রেপ্তারি পরোয়ানা: বিএনপির প্রতিবাদ সমাবেশ ১৩ জানুয়ারি

১০ জানুয়ারি, ২০২১ | ১:৪২ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জগঠন ও গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারি সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

রবিবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশান কার্যলয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তিনি বলেন, ২০০৭ সালের ১১ই জানুয়ারি বাংলাদেশের সংবিধান লংঘন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। বাংলাদেশকে বিরাজনীতিকরণের লক্ষ্যে সংবিধানসম্মত তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে বেআইনি সেনাসমর্থিত সরকার গঠন করা হয়। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মীকে মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়। এর মূল লক্ষ্য ছিল জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা।

করোনার ভ্যাকসিনের আমদানি নিয়ে অভিযোগ করে বলেন, তৃতীয় পক্ষকে করোনার ভ্যাকসিন আমদানির সুযোগ দিয়ে সরকার জনগণের সাথে অপরাধ করেছে।

এ সময় তিনি ভ্যাকসিন আমদানির দায়িত্ব বেক্সিমকোকে দেয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
বর্তমানে সরকারের দুর্নীতিও সর্বগ্রাসী রূপ পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের বক্তব্য থেকেই তা প্রমাণিত। একজন সাবেক মেয়র এবং বর্তমান মেয়রের বিরুদ্ধে অভিযোগ এতেই প্রমাণিত হচ্ছে যে, আসলে এর আগে কি হয়েছে, এখন কি হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট