চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গোপসাগরে ১৮ জেলেসহ ট্রলার নিখোঁজ

অনলাইন ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২০ | ২:৪৯ অপরাহ্ণ

গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বরগুনার ১৮ জেলেসহ একটি ট্রলার নিখোঁজ হয়েছে। সোমবার ১৮ জেলে নিখোঁজের বিষয়ে নিখোঁজ ফ বি হয়রত কায়েদ (র.) নামের ট্রলার মালিক বরগুনার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের নুরুল ইসলাম বরগুনা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

বরগুনা থানার ওসি তরিকুল ‍ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৭ ডিসেম্বর গুলিশাখালী থেকে মাঝি ফারুক ১৭ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরের গভীরে ইলিশ মাছ শিকারে যায়। তারা ১২দিনের খাবারের জন্য চাল, ডাল ও সবজি নিয়ে যায়। এরপর তাদের ফিরে আসার কথা থাকলেও সোমবার পর্যন্ত ট্রলারের অবস্থান জানা যায়নি এবং ট্রলারের মাঝি বা জেলেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ ট্রলারের মাঝি ফারুকসহ সাতজনের বাড়ি ভোলা জেলায় এবং বাকিদের বরগুনার গুলিশাখালী এলাকায় বলে জানান নুরুল।

এ বিষয়ে ওসি জানান, ১৮ জেলে নিখোঁজের জিডি নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট