চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

১০ লাখ টিকা আমদানি করতে চায় বেক্সিমকো

১০ লাখ টিকা আমদানি করতে চায় বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২০ | ১১:৩৩ অপরাহ্ণ

দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউট্যিক্যালস লিমিটেড বেসরকারি পর্যায়ে বিক্রির উদ্দেশ্যে ১০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা আমদানি করতে চায়। সরকারিভাবে আনা ৩ কোটি ডোজের পাশাপাশি এই টিকা আমদানি করা হবে।

এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা শুক্রবার (২৭ নভেম্বর) গণমাধ্যমকে জানান, সরকারিভাবে তিন কোটির বাইরেও বেসরকারি পর্যায়ে বিক্রির জন্য আরও ১০ লাখ ডোজ আনার বিষয়ে কথাবার্তা হচ্ছে।

তিনি বলেন, ‘এসব আমরা আনার চিন্তা করছি বিজনেস সেকটরে যারা ফ্রন্ট লাইনার, বিশেষ করে ফার্মাসিউটিক্যালসকে আমরা প্রায়োরিটি দেব। এছাড়া ব্যাংক, অন্যান্য করপোরেট হাউসে যারা কাজ করছেন তাদের দেয়া হবে।’

রাব্বুর রেজা আরও বলেন, ‘বেসরকারি এসব কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন কর্মস্থলে যাচ্ছেন। তারা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের জন্য।’

জানা যায়, সরকারি পর্যায়ে বাংলাদেশ সরকার ৫ ডলারে অক্সফোর্ড/এসট্র্রা জিনেকা ভ্যাকসিন এজেডডি ১২২২ ভ্যাকসিন কিনবে। কিন্তু বেসরকারি পর্যায়ে এ ভ্যাকসিন পেতে আট ডলারের বেশি ব্যয় করতে হবে।

এ প্রসঙ্গে রাব্বুর রেজা বলেন, ‘প্রতি ডোজ ভ্যাকসিনের জন্য আমরা অক্সফোর্ডকে ৮ ডলার করে দেব। এর সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১১০০ থেকে ১২০০ টাকা। তবে সেটি এখনো চূড়ান্ত না। এর সাথে ক্যারিং কষ্ট, ইন্সুরেন্স-সহ সরকারের আমদানি করা ভ্যাকসিন মূল্য নির্ধারণের যে পলিসি আছে সে অনুযায়ী দাম নির্ধারিত হবে। ভ্যাকসিন যে সেন্টারে দেয়া হবে তারা হয়তো সরকার নির্ধারিত একটা ন্যূনতম মূল্যও রাখবে।’

 

 

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট