চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রবাসীদের ভিসা-আকামার মেয়াদ ২৪ দিন বাড়াল সৌদি সরকার

টিকিটের জন্য দ্বিতীয় দিনেও ভিড় সৌদি প্রবাসীদের

অনলাইন ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২০ | ১:৫৬ অপরাহ্ণ

টিকিটের অপেক্ষায় দ্বিতীয় দিনের মতো রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করেছেন সৌদির প্রবাসী কর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ে টিকিট প্রত্যাশীদের এই ভিড় দেখা যায়।

বৈশ্বিক মহামারি করোনার উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে আটকা থাকা সৌদিতে কর্মরত অধিকাংশ কর্মীরই আকামার মেয়াদ প্রায় শেষের দিকে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে ফেরার বাধ্যবাধকতা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ (প্রতিষ্ঠান মালিক-কফিল)।
সৌদির ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত বাতিলের খবরে গত চার দিন রাজধানীর বিভিন্ন স্থানে (জাতীয় প্রেসক্লাব, মতিঝিল ও কারওয়ানবাজার এলাকা) বিক্ষোভ করে আটকে পড়া শত শত প্রবাসীরা।

ভুক্তভোগীরা জানান, চারদিন আগে টিকিটের টোকেনের তারিখ থাকলেও এখনও সিরিয়াল পাচ্ছেন না তারা। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষও কোনো সদুত্তর দিতে পারছে না বলে অভিযোগ তাদের।
জানা যায়, আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ও ভেতরে টিকিটের প্রত্যাশায় অপেক্ষা করছেন শতাধিক প্রবাসী। কেউ বসে আছেন কেউবা আছেন শুয়ে। অপেক্ষার যেন শেষ নেই। তবুও সুখবর মিলছে না।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট