চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

করোনা মোকাবেলায় আরো ১০ কোটি ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ

করোনা মোকাবেলায় আরো ১০ কোটি ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২০ | ৮:৩৭ অপরাহ্ণ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের জন্য আরো ১০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন অবকাঠামো ব্যাংক-এআইআইবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার (২৮ আগস্ট) করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্তকরণ, চিকিৎসা সেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে মহামারি মোকাবেলার প্রস্তুতিতে এই ঋণের অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয়।

এআইআইবির সহায়তায় গ্রহণ করা ‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স এন্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রজেক্ট ইন বাংলাদেশ’ এর আওতায় এই অর্থ ব্যয় করা হবে।

এআইআইবির ভাইস-প্রেসিডেন্ট (বিনিয়োগ কার্যক্রম) ডিজে পেন্ডিয়ান বলেন, এআইআইবি এই প্রকল্পের আওতায় বাংলাদেশের স্বাস্থ্যসেবা অবকাঠামো, পদ্ধতি ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমিয়ে জনগণের ভোগান্তি কমাতে সহায়তা করবে। একইসাথে প্রাণহানির ঝুঁকিও হ্রাস করতে সহয়তা করবে।

এর আগে গত মে মাসে মহামারিতে বাংলাদেশের দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষ, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি এবং অপ্রচলিত খাতের কর্মহীন মানুষদের সহায়তায় ২৫ কোটি ‍ঋণ অনুমোদন দেয় এআইআইবি।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট