চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সন্ধিগ্ধ ৬১ নমুনার কেউই করোনা আক্রান্ত নন

অনলাইন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৩৩ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নমুনা পরীক্ষা করা ৬১ জনের কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। এছাড়া আরও তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের ফলাফল এখনো হাতে পাওয়া যায়নি।

আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেবরিনা ফ্লোরা আজ বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এ তথ্য জানান ।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি দুই নাগরিকের একজন আইসিইউতে আছে, অন্যজন সাধারণ আইসোলেশন এমএ-তে ভর্তি আছেন।  বাকি ১০ জনও সিঙ্গাপুর সরকারের ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে রয়েছেন।

‘আশকোনা হাজি ক্যাম্প ও সিএমএইচ-এ থাকা চীনফেরত সবাই আগামী শনিবার নাগাদ যার যার বাসায় যেতে পারবেন জানিঢে ড. মীরজাদী সেবরিনা ফ্লোরা আরো বলেন,   এখন পর্যন্ত তারা পুরোপুরি সুস্থ আছেন কারোর মধ্যেই করোনাভাইরাস পাওয়া যায়নি। শনিবার সবকিছু ঠিকঠাক থাকলে এমন সুস্থভাবেই তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।’

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট