চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আত্মহনন

সাজিদুল হক

৩ মে, ২০১৯ | ১:২১ পূর্বাহ্ণ

আমি অসম্পন্ন অনন্যোপায়
কেউ দেখে না রুগ্ন রূপান্তর
অন্যের চোখে চোখ রেখে দেখি স্বপ্ন
সেখানে ভীষণ নৈরাজ্য
আমি যাকে ভালোবাসি তাকে ঘিরে
নেই স্বপ্নজালের বিস্তার
সীমাহীন নিঃসঙ্গতায় আমার রূপান্তর
মালবিকার চোখে পড়ে না
আমরা পরস্পর এতো বিচ্ছিন্ন
আমার কেবলি ইচ্ছে হয় পতঙ্গের
জীবনে ফিরে যেতে!
যাচ্ছি একা বামন সময়ের ভিতর
পিপীলিকার কী হবে এই জন্মে দুটো পাখা
দীর্ঘতম স্বপ্ন দেখি রাতভর
তার আর হয় না রাতভোর
আমার কোনো বন্ধন নেই
আমার নেই উদ্ধত উদ্ধার
আমি আধুনিক একজন ভুল মানুষ
অপারগতায় বেছে নিয়েছি কাফকার জীবন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট