চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

থাইল্যান্ড রাজসঙ্গীর পদবী-মর্যাদা তুলে নিলেন থাই রাজা

২৩ অক্টোবর, ২০১৯ | ১:০২ পূর্বাহ্ণ

অসদাচরণ এবং রাজতন্ত্রের প্রতি আনুগত্যহীনতার অভিযোগে থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্ণ নিজের রাজকীয় সঙ্গী সিনেনাত ওংভাজিরাপাকদি’র পদবী-মর্যাদা তুলে নিয়েছেন। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে যে, সিনেনাত নিজেকে রানীর সমকক্ষ হিসেবে ভাবতে শুরু করেছিলেন এবং অতি উচ্চাভিলাষী হয়ে উঠেছিলেন।

থাই রাজা ভাজিরালংকর্ণ চতুর্থ রানী হিসেবে সুথিদাকে বিয়ের দু’মাস পর গত জুলাইয়ে মেজর জেনারেল সিনেনাতকে নিয়োগ দেয়া হয়। সিনেনাত ওংভাজিরাপাকদি ছিলেন একজন মেজর জেনারেল, প্রশিক্ষিত পাইলট, নার্স এবং দেহরক্ষী। বিগত শতাব্দীর মধ্যে তিনিই ছিলেন রাজকীয় সঙ্গীর খেতাবপ্রাপ্ত একমাত্র নারী।

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট