চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকাডুবি: নিহত ১১, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৯ | ৪:৫৫ অপরাহ্ণ

ভারতের ভোপালের একটি নদীতে  গনেশ দেবের বিসর্জন দিতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি আরও জানায়, বৃহস্পতিবার ভোপালের খাটলাপুরা ঘাটে দুটি নৌকাকে একসঙ্গে করে তার ওপর গনেশের বিশালাকার মূর্তি ও সয়্গে অন্যান্য জিনিস তুলে দেয়া হয়। কিন্তু নৌকা দুটি অত ওজন নিতে পারেনি। নদীতে মাঝপথেই নৌকা দুটি ডুবে যায় বল মনে করা হচ্ছে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশের বরত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ আরও জানায়, গণেশ বিসর্জন দিতে গিয়ে লাইফজ্যাকেট পরেননি নৌকার কোনো যাত্রী। তাই এত লোকের প্রাণহানি হয়েছে বলে মনে করছেন তারা।

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকাডুবির ঘটনা ভারতে এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন জায়গায় এভাবে প্রতিমা বিসর্জনের সময় নৌকা উল্টে বড় দুর্ঘটনা ঘটেছে।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট