চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পতনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের আরও ২০০ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২৩ | ১:৩৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের মতো আরও প্রায় ২০০ ব্যাংক ঝুঁকিতে রয়েছে। মার্কিন চার অর্থনীতিবিদের গবেষণা রিপোর্টে এ তথ্য উঠে আসে।

সোশ্যাল সাইন্স রিসার্চ নেটওয়ার্কে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি অস্থিতিশীল বাজার শান্ত করতে বাইডেন প্রশাসন একাধিক পদক্ষেপ নিলেও পতনের শঙ্কা কাটিতে উঠতে পারেনি এসব ব্যাংক।

ধারণা করা হচ্ছে, ১৮৬টি ব্যাংক তাদের আমানত তুলে নিতে ব্যর্থ হবে। মূলত, সুদের হার দ্রুত বৃদ্ধির কারণে মার্কিন ব্যাংকগুলো এমন লোকসানের মুখে পড়েছে।

রিপোর্টে আরও বলা হয়, গত বছরের ৭ মার্চ থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত মার্কিন কেন্দ্রীয় ব্যাংক শতকরা ৪ দশমিক ৫৭ ভাগ সুদের হার বাড়িয়েছে, যার কারণে এই সময়ে ব্যাংকগুলোর গচ্ছিত সম্পদের মূল্য উল্লেখযোগ্য মাত্রায় কমে যায়।

এর আগে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়। সূত্র : নিউ ইয়র্ক টাইম

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট