চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

সর্বশেষ:

আল-আকসার ইমামকে তুলে নিয়ে গেল ইসরায়েলি গোয়েন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

৩ জানুয়ারি, ২০২৩ | ১:২০ অপরাহ্ণ

মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরিকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলি গোয়েন্দারা তুলে নিয়ে গেছে। এর আগেও তাকে একাধিকবার আটক ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়।

সোমবার (২ জানুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

ইমাম শেখ একরিমা সাবরির পরিবারের এক সদস্য নাম না প্রকাশের শর্তে আনাদোলুকে বলেছেন, ‘পূর্ব জেরুজালেমের আল-সুহানেহতে অবস্থিত ইমামের বাড়িতে হানা দেয় ইসরায়েলি সেনারা। তাকে কোন কারণ না দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।’

 

১৯৯৪ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত জেরুজালেম এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোর মুফতির দায়িত্ব পালন করেন ইমাম সাবরি। তিনি ইসরায়েলের একজন কট্টর সমালোচক। অবৈধ ইসরায়েলি দখলদারদের সমালোচনা করে তিনি প্রায়ই বিভিন্ন বক্তব্য দেন।

এদিকে, আল-আকসাকে ইহুদি ধর্মাবলম্বীরা ‘টেম্পল মাউন্ট’ হিসেবে অভিহিত করে থাকে। তাদের দাবি, প্রাচীন যুগে এখানে দুটি ইহুদি ধর্মীয় উপাসনালয় ছিল।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন