চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ মে, ২০২৪

সর্বশেষ:

৪৮ ডিগ্রির বেশি তাপমাত্রায় পুড়ছে মিয়ানমার!

অনলাইন ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৪ | ১১:১৫ অপরাহ্ণ

তীব্র দাবদাহে পুড়ছে মিয়ানমার। রবিবার (২৮ এপ্রিল) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে চলতি মৌসুমের সর্বোচ্চ ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

সোমবার (২৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

 

দেশটির আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার মধ্য মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের চাউক শহরে তাপমাত্রার পারদ ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। দেশটির আবহাওয়ার রেকর্ড রাখা শুরুর পর এটি এপ্রিলের সর্বোচ্চ তাপমাত্রা। দেশটিতে ৫৬ বছর আগে থেকে আবহাওয়ার তথ্য রাখা শুরু হয়।

 

এদিকে, রবিবার ইয়াঙ্গুনে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি আর মান্দালয়ে ছিল ৪৪ ডিগ্রি। এরই মধ্যে গরমের কারণে ইয়াঙ্গুনে মোটরসাইকেল ও স্কুটার চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

 

চাউক শহরের একজন বাসিন্দা বলেন, ‘এখানে প্রচণ্ড গরম। আমরা ঘর থেকে বের হচ্ছি না। এ অবস্থায় আমাদের আর কিছু করার নেই।’

 

দেশটির আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, এপ্রিলে সাধারণত যে গড় তাপমাত্রা থাকে, তা থেকে গত বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল ৩-৪ ডিগ্রি বেশি।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট