চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

সর্বশেষ:

মারিউপোলে এক বাড়িতেই শতাধিক মরদেহের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুন, ২০২২ | ৩:০০ অপরাহ্ণ

ইউক্রেনের মারিউপোল শহরের একটি বাড়ি থেকে শতাধিক মরদেহ পাওয়া গেছে। যুদ্ধবিমান থেকে ফেলা বোমার আঘাতে বাড়িটি বিধ্বস্ত হয় বলে শহরটির মেয়রের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে মারিউপোল শহরের মেয়র পিওতর আন্দ্রিউশচেঙ্কো বলেন, লিওবেরেজনি জেলার একটি ভবন থেকে ১০০ জনের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি যুদ্ধবিমান থেকে ফেলা বোমার আঘাতে বাড়িটি বিধ্বস্ত হয়। মরদেহগুলো ধ্বংস্তূপের নিচে রয়েছে। দখলদারীদের এই মরদেহ উদ্ধার ও শেষকৃত্য করার পরিকল্পনা নেই।

 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মারিউপোল দখলে নেয় রুশ বাহিনী। মারিউপোল এখন মৃতদের লাশ আর ধ্বংসস্তূপের শহর। শহরটির বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ থেকে কিছুদিন আগেও কলেরার প্রকোপ দেখা দেয়। চলমান পরিস্থিতিতে ওষুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তীব্র সংকটে ভুগছে পুরো ইউক্রেন।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন