চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তাবালিয়ায় নতুন বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর, ২০২১ | ১১:৪০ অপরাহ্ণ

ফিলিস্তিনের খিরবেত তাবালিয়া এলাকায় নতুন করে একটি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইলী কর্তৃপক্ষ।

বুধবার (১৩ অক্টোবর) এই বসতির অনুমোদন দেয় জেরুজালেম মিউনিসিপালিটির পরিকল্পনা কমিটি।

এক ঘোষণায় বলা হয়, শহরের দক্ষিণাঞ্চলের ওই স্থানে নতুন করে ইসরাইলি স্থাপনা ও সড়ক নির্মাণ করা হবে। এতদিন ওই স্থানে অস্থায়ী কিছু ইহুদি বাস করতেন। ১৯৯০ সালে ইথিওপিয়া থেকে আসা ইহুদিরা সেখানে কিছু কারাভ্যানে করে থাকতে শুরু করে। এখন সেখানে স্থায়ী ভবন নির্মাণ করা হবে। এটি হতে যাচ্ছে গত ২০ বছরে পূর্ব জেরুজালেমে প্রথম কোনো ইসরাইলি বসতি।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সঙ্গে বৈঠকের একদিনের মাথায় এমন সিদ্ধান্ত এলো। ২০১২ সাল থেকেই এই বসতি স্থাপনের পরিকল্পনা করছিল ইসরাইল।

তবে যুক্তরাষ্ট্র ও জার্মানি এর বিরুদ্ধে ছিল। কিন্তু এবার আর সেই বাধায় আটকা পড়তে হচ্ছে না ইসরাইলকে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট