চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২৩ এপ্রিল, ২০২১ | ১১:০২ পূর্বাহ্ণ

ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে আগুন লেগে আইসিইউতে থাকা ১৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন করোনা রোগী। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৩টায় মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বিরারের বিজয় বল্লভ হাসপাতালে এই ঘটনা ঘটে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রাত ৩টার দিকে পালঘর জেলার ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এতে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ওই হাসপাতালে প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা দিলীপ শাহ জানিয়েছেন, আগুন লাগার ঘটনার সময় সেখানে অন্তত ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে সংকটজনক ২১ জনকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট