চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মহারাষ্ট্রে ৪ শিক্ষকসহ ১৮৬ স্কুলশিক্ষার্থী করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২১ | ১১:২৯ পূর্বাহ্ণ

ভারতের মহারাষ্ট্রে একটি বোর্ডিং স্কুলের ১৮৬ জন শিক্ষার্থী এবং ৪ শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছে। তারা আক্রান্ত হওয়ার পর স্কুলটিকে করোনা সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে ঘোষণা করেছে রাজ্য কর্তৃপক্ষ। এছাড়া ১৪ দিন আগেও দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে দুটি স্কুলের ১৮৯ শিক্ষার্থী এবং ৭০ শিক্ষক করোনায় আক্রান্ত হন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, স্কুলের শিক্ষার্থীরা অধিকাংশই অমরাবতী ও ইভাতমাল জেলার। বুধবার (২৪ ফেব্রুয়ারি) মহারাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৮০০ জন। চার মাসের মধ্যে রাজ্যে করোনা শনাক্তের হার বুধবারই সবচেয়ে বেশি। একই সময়ে করোনায় মহারাষ্ট্রে ৮০ জনের মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট