চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

সর্বশেষ:

লুপাসে আক্রান্ত ৯০% কম বয়সী নারী

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ

সিস্টেমিক লুপাস ইরাথেমেটাস বা এসএলই। যা পরিচিত লুপাস রোগ নামে। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও কোষ আক্রান্ত হয় বলে এই রোগের লক্ষণ বিচিত্র। নানামুখী উপসর্গের কারণে রোগনির্ণয়ে প্রায়ই বিলম্ব ঘটে। চিকিৎসকরা জানান, লুপাস মূলত কম বয়সী মেয়েদের রোগ। ১৫ থেকে ৪৪ বছর বয়সী মেয়েরাই বেশি আক্রান্ত হয়। আক্রান্তের ৯০ শতাংশই কম বয়সী নারী। এমন পরিস্থিতিতে সারা বিশ্বের মতো আজ ১০ মে (বুধবার) দেশেও পালিত হচ্ছে বিশ্ব লুপাস দিবস-২০২৩। এবারের প্রতিপাদ্য ‘মেক লুপাস ভিজিবল অর্থাৎ লুপাসকে দৃশ্যমান করুন’। প্রতিপাদ্যের মাধ্যমে রোগটি সম্পর্কে জনগণের মধ্যে স্পষ্ট ধারণা ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে দেশে লুপার রোগে আক্রান্ত রোগীর সঠিক পরিসংখ্যান জানা না গেলেও চিকিৎসা বিশেষজ্ঞদের ধারণা, দেশে আট থেকে ১০ লাখ মানুষ রোগটিতে আক্রান্ত। অসচেতনতার কারণে দেশে সঠিক সময়ে লুপাস রোগ নির্ণয় কম হচ্ছে। যার ফলে অনেক রোগী চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে বলে মত চিকিৎসকদের।

চিকিৎসকরা জানান, লুপাস বা এসএলই (সিস্টেমিক লুপাস ইরাথেমেটাস) একটি মাল্টি সিস্টেম ডিজঅর্ডার। এতে আক্রান্ত ব্যক্তির দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা শরীরের বিভিন্ন কোষের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। ফলে রোগীর ত্বক, চুল, শরীরের বিভিন্ন গিরা, মাংসপেশি, রক্তকণিকা, স্নায়ু, হৃৎপিণ্ড, খাদ্যনালী, চোখ, ফুসফুস কিডনিসহ প্রায় সব অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করতে থাকে। বিভিন্ন অঙ্গে আক্রমণ করে বলে এই রোগের উপসর্গও বিচিত্র হয়। যেমন-দেহের ত্বকে লালচে দাগ বা ফুসকুড়ি, নাকের দু’পাশে, গালে প্রজাপতির ডানার মতো বিস্তৃত লাল দানা, মুখের ভেতরে তালুতে ঘা হতে পারে। বিশেষ করে ত্বকের সংক্রমণ এতটাই ভয়াবহ হয়, যা দেখে মনে হতে পারে নেকড়ে বাঘ আঁচড় দিয়েছে।

 

 

পূর্বকোণ/এ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট