চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লিভারের কার্যকারিতা বাড়ায় পাইন্ন্যাগুলা

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২২ | ২:২৪ অপরাহ্ণ

লুকলুকি, টিপাফল বা পাইন্ন্যাগুলা এক ধরনের টক মিষ্টি স্বাদের দেশীয় ফল। এটি একটি উৎকৃষ্ট ভেষজ ফল। এ ফলে রয়েছে অসাধারণ ওষুধিগুণ। পাইন্ন্যাগুলা হজমশক্তি ও লিভারের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। হৃদরোগীদের জন্য এটি উপকারী ভেষজ ওষুধের মত কাজ করে।

তাছাড়া এর পাতা ও ফল ডায়রিয়া রোগের প্রতিরোধক। শুকনো পাতা ব্রংকাইটিস রোগের জন্য বিশেষ উপকারী। এর শিকড় দাঁতের ব্যথা নিরাময়ে কাজ করে। এতে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধে সহায়তা করে। কারো এসিডিটির সমস্যা থাকলে তা দ্রুত দূর করতে কার্যকর ভূমিকা পালন করে।

এ ফল হৃদরোগ নিয়ন্ত্রণে বিশেষভাবে কাজ করে। এতে রয়েছে রক্ত তরল করার উপাদান। লিভারের ক্যান্সার দমন করতে সাহায্য করে। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো কাজ করে। অরুচি দূর করতে সাহায্য করে । বর্ষা মৌসুমের এ ফলটি বাজারে এখন বিক্রি হচ্ছে। প্রতি কেজি পাইন্ন্যাগুলা ফল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। পাইন্ন্যাগুলা ফলটি বেশি জন্মায় পাহাড়ি অঞ্চলে।

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট