চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লেটুসপাতার পুষ্টিগুণ: ভালো থাকে হৃৎপিণ্ড-ফুসফুস

নিজস্ব প্রতিবেদক 

৭ আগস্ট, ২০২১ | ২:৩৮ অপরাহ্ণ

অনেকের কাছেই খুব একটা পরিচিত নয়। তবে এখন বাংলাদেশেও ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে পুষ্টিগুণে ভরা লেটুস পাতা। কাঁচা সালাদ হিসেবে ও ভেজে খাওয়া যায় এই পাতা। এতে রয়েছে মানব শরীরের জন্য অনেক পুষ্টিগুণ। নিয়মিত এই পাতা খেলে হৃৎপিণ্ড ও ফুসফুস ভালো থাকে। ঠাণ্ডাজনিত অসুখ যেমন হাঁচি, কাশি, কফ ও হাঁপানি দূর করে।

ভিটামিন কে এর একটি অন্যতম উৎস হল এই লেটুসপাতা। ভিটামিন কে হাড়ের মেটাবলিজম বাড়ায়। এই পাতা শরীরকে রক্ষা করে দ্রুত হাড় ক্ষয় হওয়া থেকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন। যা কোলেস্টেরলের অক্সিডেশনকে বাধা দেয় এবং কোলেস্টেরল কমাতে সহায়তা করে। আর এর ফলে রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং হৃৎপিন্ড ভালো থাকে।

ডায়াবেটিক রোগীদের রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে লেটুসপাতার গুরুত্ব অনেক বেশি। এই পাতায় প্রচুর পরিমাণে আয়রন বিদ্যমান রয়েছে। এছাড়া এটি রক্তের হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে। এনমিয়া বা রক্তশূন্য রোগীদের জন্য এটি একটি উত্তম খাবার। হাত-পা ফুলে যাওয়া, কিডনির পাথর, কিডনির কার্যহীনতা, মূত্রথলির ইনফেকশন ও কিডনির ব্যথায় বেশ উপকারী লেটুসপাতার পুষ্টি উপাদান। নিয়মিত এটি খেলে ত্বকে বলিরেখা পড়ে না ফলে বার্ধক্য আসে দেরিতে। এ পাতায় বিদ্যমান সোডিয়াম ভিটামিন-বি ওয়ান, বি টু, থ্রি শরীরের যে কোনো অঙ্গে পানি জমে যাওয়া রোধ করে।

শরীরের কোথাও কেটে গেলে বা ছিঁড়ে গেলে এ পাতা থেঁতলে ব্যথার স্থানে লাগালে ব্যথা ভালো হয়ে যায়। লেটুসপাতায় ক্যালরির পরিমাণ কম থাকায় ওজন কমাতে সাহায্য করে। এছাড়া খুশকি সমস্যার সমাধানে কাজ করে। শ্যাম্পুতে এই পাতার গুঁড়া ব্যবহার করা হয়। রোদে পোড়া ভাব দূর করতে থেঁতলে ত্বকে দিলে ত্বকের উপকার পাওয়া যায়।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট