সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির।
আজ বৃহস্পতিবার (২২ মে) জেদ্দায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জেদ্দা চেম্বারের ভাইস চেয়ারম্যান রাঈদ ইব্রাহিম আল মুদাইহিম, ভাইস চেয়ারম্যান ঈমাদ মোহাম্মদ আল আবৌদ ও চেম্বারের প্রতিনিধিগণ যোগ দেন।
বাংলাদেশের পক্ষে কর্মাশিয়াল কাউন্সিলের সৈয়দা নাহিদা হাবিবা বৈঠকে অংশগ্রহণ করেন। এই আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়।
কনসাল জেনারেল বলেন, সৌদিআরবে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে তার অবস্থান সুদূর রেখেছে। তিনি সৌদি বাজারে বাংলাদেশের উচ্চমানের চামড়া জাত পণ্য, প্লাস্টিক সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, চা এবং হালাল মাংসের মতো বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য বহুমূখী করণের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।
জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সৌদিআরবের পক্ষ হতে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন এবং ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষে সার্বিক সহায়তা প্রদানের জন্য আশ্বাস দেওয়া হয়।
পূর্বকোণ/অভি/জেইউ/এএইচ