চট্টগ্রাম শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের ভিসা ডিপ্লোমেসি চলছে

ইউএই প্রতিনিধি

৩১ জানুয়ারি, ২০২৫ | ১:০৬ অপরাহ্ণ

দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস এন্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম আল খোরি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ কনসাল জেনারেলের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তারা।

 

সাক্ষাৎকালে কনসাল জেনারেল তার আমিরাতি প্রতিপক্ষের সাথে বিশেষ করে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসাপ্রাপ্তি ও ভিসা ট্রান্সফার সহজিকরণ এবং দেশটিতে বসবাসরত প্রবাসী কর্মীদের কল্যাণসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন।

 

কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী, ডাক্তার, নার্সসহ বিভিন্ন সেক্টরে অধিকহারে বাংলাদেশিদের নিয়োগের বিষয়ে আন্ডার সেক্রেটারি খোরি’র দৃষ্টি আকর্ষণ করেন।

 

এছাড়া তিনি দুবাইসহ আমিরাতের বন্দরসমূহে বাংলাদেশি নাবিকদের সাইন অফ/ট্রানজিট ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে তার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। ইব্রাহিম খোরি কনসাল জেনারেলের অনুরোধগুলো গুরুত্ব সহকারে শুনেন এবং এ সকল বিষয়ে তার মন্ত্রণালয় হতে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।

 

বৈঠকে কনস্যুলেটের শ্রম কল্যাণ উইং এবং মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস এন্ড এমিরেটাইজেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ২০১২ সালের মধ্য আগস্ট থেকে আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি, চাহিদার বিপরীতে অতিরিক্ত অনুপ্রবেশ, ভিসা জালিয়াতিসহ নানা অপরাধ প্রবণতায় বাংলাদেশিদের সম্পৃক্তির অভিযোগে সাধারণ কর্মীভিসা বন্ধ করে দেয় আমিরাত। বন্ধ ভিসার দ্বার অবমুক্তকরণে প্রবাসীর দেশের শীর্ষ পর্যায়ের জোরালো কূটনৈতিক উদ্যোগ চেয়েছেন।

 

পূর্বকোণ/বাপ্পি/জেইউ

শেয়ার করুন