বাহরাইনের রাজধানী মানামা কুক মিল রেস্টুরেন্টে গত বৃহস্পতিবার রাতে নোয়াখালী সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সহ-সভাপতি আল মারুফ ও মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হুমায়ূন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহিদ হোসেন।
উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক নোমান উদ্দিন মনির, হারুনুর রশিদ, হাবিবুর রহমান, মামুন, সাজ্জাদ এইচ ভূঁইয়া ও বার্ষিক সভার ব্যবস্থাপনার প্রধান আবু তালেব।
অনুষ্ঠানে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মনোমুগ্ধকর গান পরিবেশন করেন ডিবিসি নিউজ প্রতিনিধি নোমান ছিদ্দিকি।
পূর্বকোণ/এএইচ