চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আমিরাতে রাউজান প্রবাসীর মৃত্যু

ইউএই প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০২৪ | ৪:৪৩ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কানু শীল (৪৩) নামে এক চট্টগ্রামের রাউজান প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) তিনি মারা যান। কানু শীল রাউজানের জগন্নাথ হাট গ্রামের নির্মল শীলের ছেলে।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ ও ১০ বছরের দুটি ছেলে রেখে গেছেন।

 

কানু শীলের বন্ধু ইকবাল রানা ও ছোট ভাই সুবিল শীল পূর্বকোণকে জানান, গত ২০ বছর ধরে কানু শীল দুবাইয়ে বসবাস করছিলেন। তার দেইরা দুবাইয়ে একটি এসি রিপেয়ারিং শপ ছিল।

 

পূর্বকোণ/এমটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট