চট্টগ্রাম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাহরাইনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বাহরাইন প্রতিনিধি

৮ নভেম্বর, ২০২৪ | ১১:২২ অপরাহ্ণ

বাহরাইনে জাতীয়তাবাদী যুবদল বেনিজুমরা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বুদাইয়া আল নাসিদ গার্ডেনে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বাহরাইন যুবদলের নেতা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে লিমন আহমেদ ও ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

 

সভায় অতিথি ছিলেন বাহরাইন যুবদলের সভাপতি মোস্তাক আহম্মেদ, গেস্ট অফ অনারে উপস্থিত ছিলেন বাহরাইন যুবদল নেতা হারিজ খলিফা, প্রধান বক্তা ছিলেন যুবনেতা কবির মাহমুদ, বিশেষ অতিথি সিলেট বিভাগীয় ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হাই রিপন, শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরকান আহম্মেদ। আরো বক্তব্য রাখেন নিজাম উদ্দিন, কবির হোসেন, কাজি যুবরাজ, সাখাওয়াত, সাগর, মহসিন, আমির হোসেন, শাহনেওয়াজ, আরিফ দেওয়ান, বোরহান উদ্দিন, রিদয়, সাহাবুদ্দিন, আনোয়ারসহ বাহরাইন যুবদলের সকল শাখা নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি, দীর্ঘ ১৫ বছর ধরে পরাধীনতার শৃঙ্খলে বন্দি ছিলাম, মুক্ত হয়েছি আমরা। তাই বলে ১৯৭১ সালের ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। এখন সময় হয়েছে সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে শক্তিশালী করে এগিয়ে চলা এবং রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ী হয়ে দেশকে সমৃদ্ধ করে গড়ে তোলা।

 

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

 

পূর্বকোণ/সুকান্ত/জেইউ/পারভেজ

শেয়ার করুন