চট্টগ্রাম সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

লেবাননে বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

৩ নভেম্বর, ২০২৪ | ১০:৩৬ পূর্বাহ্ণ

লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় আক্রান্ত হয়ে মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১) এক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।

 

লেবাননের স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

 

দূতাবাস জানায়, দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মোহাম্মদ নিজাম উদ্দিনের বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।

 

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

পূর্বকোণ/এমটি 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট