চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

প্রবাসীদের জন্য ৫০ ডলারের বন্ড ছাড়বে সরকার

অনলাইন ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১০:৫৫ অপরাহ্ণ

প্রবাসী বাংলাদেশিদের জন্য নেওয়া হচ্ছে স্বল্পমূল্যের ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড চালুর উদ্যোগ। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে থাকা স্বল্প বেতনের বাংলাদেশি শ্রমিকরা এই বন্ডে বিনিয়োগ করবেন বলে আশা সরকারের। প্রাথমিকভাবে এ বন্ডের মূল্য ৫০ ডলার নির্ধারণ করার পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ, প্রবাসী বাংলাদেশিরা ৮ হাজার ৫০০ টাকারও কম পরিমাণ অর্থ সরকারের বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এ বন্ডের সুদহার হবে ১২ শতাংশ (চক্রবৃদ্ধি হারে)। প্রবাসীদের লাভজনক আরও কিছু বন্ড ছাড়ার পরিকল্পনাও রয়েছে সরকারের। এতে একদিকে বন্ড মার্কেট শক্তিশালী হবে, অন্যদিকে প্রবাসীদের সঞ্চয় বাড়বে।

সম্প্রতি অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব বন্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এসব বন্ড চালুর বিষয়ে কাজ করবে।

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের উপার্জিত বৈদেশিক মুদ্রা দেশে বিনিয়োগে টানতে ১৯৮১ সালে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড চালু করে সরকার। বর্তমানে সাত ধরনের মূল্যের (বন্ড স্ক্রিপ) চালু রয়েছে। এসব বন্ডের মূল্য ২৫ হাজার, ৫০ হাজার, ১ লাখ, ২ লাখ, ৫ লাখ, ১০ লাখ ও ৫০ লাখ টাকা। প্রবাসী ব্যক্তিরা নিজ নামে ও তাদের পাঠানো অর্থের সুবিধাভোগীর নামে এ বন্ড কিনতে পারেন। সরকার এ বন্ডের মাধ্যমে সরাসরি নাগরিকদের থেকে অর্থ বা ঋণ সংগ্রহ করে থাকে। পাঁচ বছর মেয়াদি এসব বন্ডের সুদহার ১২ শতাংশ (চক্রবৃদ্ধি হারে)। এতে বিশেষ সুবিধা হিসেবে মৃত্যুঝুঁকি সুবিধা রয়েছে। এ বন্ডের কোনো গ্রাহক মেয়াদ পুর্তির আগে মারা গেলে গ্রাহকের নমিনি অথবা বৈধ উত্তরাধিকারীরা পূর্ণ মুনাফাসহ সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত মৃত্যুজনিত সুবিধা পান। কেউ ৮ কোটি টাকার বেশি এ বন্ডে বিনিয়োগ করলে তাকে সিআইপি মর্যাদা দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, বর্তমানে সবচেয়ে কম মূল্যের ওয়েজ আর্নার বন্ডের দাম ২৫ হাজার টাকা। অনেক প্রবাসী আছেন যাদের মাসিক বেতনই ২৫ হাজার টাকার কম। ফলে তাদের সঞ্চয়ের ইচ্ছে থাকলেও এ বন্ড কিনতে পারেন না। তাই বর্তমানে চালু বন্ডগুলোর সমান সুবিধায় স্বল্পমূল্যের বন্ড চালু করলে অনেকেই তা কিনতে আগ্রহী হবেন।

পূর্বকোণ/আল-আমিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট