চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

অসুস্থ বাংলাদেশি হাজিদের পাশে ধর্ম প্রতিমন্ত্রী

কামাল পারভেজ অভি, সৌদিআরব প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০১৯ | ৩:২৩ অপরাহ্ণ

সৌদিআরবে চলতি বছর পবিত্র হজ পালনে আসা বাংলাদেশি অসুস্থ হাজিদের মদিনায় দেখতে যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) মক্কা থেকে বিকেলে সড়ক পথে মদিনা মনোয়ারায় পৌঁছান তিনি। রাতে মদিনার ৩টি হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন চারজন বাংলাদেশী হাজির চিকিৎসার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মক্কায় বাংলাদেশের হজ কাউন্সিলর মো. মাকসুদুর রহমান, মৌসুমী হজ অফিসার (যুগ্ম সচিব) রেজানুর রহমান, ডাক্তার কর্ণেল আমিনুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত ও হজ অফিসে দোভাষীর দায়িত্বে ছিলেন মো. মাহমুদুল হাসান।

কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের মো. আকরাম হুসেইন (৬৫), চট্রগ্রামের সন্দ্বীপ থেকে হজ করতে আসা মো.ফুরকান (৬৫) চিকিৎসা নিচ্ছেন মদিনার আহমাদী হাসপাতালে। এদিকে লক্ষীপুরের মো.মোমিনুল্লাহ খান (৬৩) উহুদ ও এ কে এম শাহ আলম (৬৫) চিকিৎসাধীন আছেন কিং ফাহাদ হাসপাতালে। তাঁরা সকলে হার্ট এটাক, কিডনী, নিউমনিয়া ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত রোগী। ধর্ম প্রতিমন্ত্রী রোগীদের দেখতে গেলে মদিনার হাসপাতালগুলোর কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার কথা জানান।

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট